নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি.স.): দিল্লির হজরত নিজামুদ্দিন রেলস্টেশনে স্বচ্ছতা পক্ষওয়াড়া কর্মসূচিতে অংশ নিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শনিবার সকালে ঝাড়ু হাতে হজরত নিজামুদ্দিন রেলস্টেশন চত্বর পরিচ্ছন্ন করেন তিনি। জানান, স্বচ্ছতায় সেবা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি বলেছেন, রাজনীতিকে সেবার মাধ্যম বানিয়েছেন মোদীজি।
এদিন সকালে হজরত নিজামুদ্দিন রেলস্টেশন চত্বরে স্বচ্ছতা কর্মসূচির ফাঁকে সাংবাদিকদর মুখোমুখি হয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, “আজ থেকে ভারতীয় রেল, ডাকঘর, টেলিকম, আইটি এবং দেশের অন্যান্য বিভাগে পরিচ্ছন্নতার অভিযান শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে রাজনীতিকে সেবার মাধ্যম বানিয়েছেন, পরিচ্ছন্নতাও সেবার একটি বড় সমার্থক শব্দ।”