আইজল, ১৭ সেপ্টেম্বর (হি.স.) : মিজোরামে ক্ষমতাসীন মিজো ন্যাশনাল ফ্ৰন্ট (এমএনএফ)-এর ১৬ জন নেতা বিজেপিতে যোগদান করেছেন। মিজোরামের দক্ষিণাঞ্চলে অবস্থিত চাকমা স্বশাসিত জেলা পরিষদ এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭২-তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এনএনএফ-এর যুব সভাপতি মলিন কুমার চাকমা-র নেতৃত্বে মিজো ন্যাশনাল ফ্রন্ট-এর নেতারা গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন।
বিজেপির প্রদেশ সভাপতি ভ্যানলালহমুয়াকা আজ শনিবার এ সম্পৰ্কে বলেন, এমএনএফ নেতারা মূলত গতকাল লংত্লাই জেলার চাওঙের কমলানগরে পার্টি অফিসে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে বিজেপিতে যোগদান করেছিলেন। আজ যোগদান পর্বের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। তিনি জানান, এনএনএফ-এর যুব সভাপতি মলিন কুমার চাকমা ছাড়া বাকি ১৫ জন বিভিন্ন স্বশাসিত কাউন্সিল যেমন বাজেসোরা, বাগানপাড়া, উগুদাসুরি ‘এন’ এবং মন্টোলার স্থানীয় নেতা। ৪ নম্বর বাজেসোরা এমডিসি নির্বাচনী এলাকার অধীনে পড়ে।
এদিকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে মলিন কুমার চাকমা বলেন, এমএনএফ যখন ১০ বছর ধরে চাকমা স্বশাসিত জেলা পরিষদ (সিএডিসি)-এ বিরোধী দলে ছিল তখন তারা দু্নীতির অভিযোগ তুলে ক্রমাগতভাবে কংগ্রেসি মুখ্য কাৰ্যনির্বাহী সদস্য (সিইএম) পরিবর্তন করতে বিদ্রুপ-কটাক্ষ করত। নানা কৌশল অবলম্বন করে সরকার ফেলতে চাইত। এখন সেই সকল প্রাক্তন কংগ্রেস নেতারা চাকমা জেলা এমএনএফ-এ যোগ দিয়ে কাউন্সিলে ক্ষমতাসীন হয়েছেন। ক্রমাগত অভ্যন্তরীণ কলহের কারণে সিএডিসি-র মানুষ ইতিমধ্যে পাঁচজন সিইএম পেয়েছেন। তাই এমএনএফ নেতৃত্বাধীন সিএডিসি সরকারের কোনও স্থিতিশীলতা নেই। তাই এমএনএফ-এর কোনও ভবিষ্যত সম্ভাবনা দেখছেন না মলিন চাকমা। তাই অনেক ভেবে-চিন্তে তিনি বিজেপিতে যোগদান করেছেন, বলে মলিন।

