আগরতলা, ১৬ সেপ্টেম্বর (হি. স.) : উচ্চ শিক্ষায় বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার। ত্রিপুরায় সরকারি ও পিপিপি মডেলে ৫টি নতুন ডিগ্রি কলেজ খোলা হবে। এরমধ্যে ৩টি সরকারি ও ২টি পিপিপি মডেলের কলেজ হবে। চলতি শিক্ষা বর্ষ থেকে এই কলেজগুলি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ সচিবালয়ের সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এই সংবাদ জানিয়েছেন।
তাঁর কথায়, ত্রিপুরায় পিপিপি মডেলে নতুন ডিগ্রি কলেজ খোলার জন্য দুটি বেসরকারি সংস্থা যথাক্রমে পশ্চিমবঙ্গের হাওড়ার আনন্দনগর ওয়েলফেয়ার সোসাইটি এবং আসামের ডাউনটাউন ট্রাস্টের সাথে রাজ্য সরকারের মউ স্বাক্ষরিত হয়েছিল। শিক্ষামন্ত্রী জানান, পশ্চিমবঙ্গের হাওড়ার আনন্দনগর ওয়েলফেয়ার সোসাইটি চলতি শিক্ষাবর্ষ থেকে জিরানীয়া এবং কাকড়াবনে নতুন ডিগ্রি কলেজ খোলার ইচ্ছা প্রকাশ করেছে। এরমধ্যে জিরানীয়ায় চালু হবে আইন কলেজ এবং তার জন্য ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে ইতিমধ্যে স্বীকৃতি পাওয়া গিয়েছে।
তিনি জানান, জিরানীয়া আইন কলেজে ৫ বছরের বিএ এলএলবি ইন্টিগ্রেটেড প্রোগ্রাম, ৫ বছরের বিকম এলএলবি ইন্টিগ্রেটেড প্রোগ্রাম এবং ৩ বছরের এলএলবি কোর্স করার সুযোগ থাকবে শিক্ষার্থীদের।
সাথে তিনি যোগ করেন, কাকড়াবনেও চালু হবে একটি সাধারণ ডিগ্রি কলেজ। ছাত্রছাত্রী ভর্তির জন্য ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তিনি জানান, পুরাতন আগরতলায়ও সম্পূর্ণ সরকারিভাবে একটি সাধারণ ডিগ্রি কলেজ খোলা হবে। চলতি শিক্ষাবর্ষ থেকেই এই কলেজ শুরু হচ্ছে।
শিক্ষামন্ত্রীর দাবি, পানিসাগরেও চলতি শিক্ষাবর্ষ থেকে সরকারিভাবে প্রতি বিষয়ে ১০০ আসন নিয়ে একটি ডিগ্রি কলেজ চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলা, ইংরেজি, ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, সংস্কৃত, সোসিয়োলজি বিষয়গুলি থাকবে এই কলেজে।
তাঁর কথায়, পুরাতন ডায়েট কলেজে প্রতি বিষয়ে ৫০ আসন নিয়ে সম্পূর্ণ সরকারিভাবে একটি ইংরেজি মাধ্যম কলেজও চলতি শিক্ষাবর্ষ থেকে চালু হচ্ছে। এই ইংরেজি মাধ্যম কলেজের নাম শ্রী অরবিন্দ জেনারেল ইংলিশ মিডিয়াম ডিগ্রি কলেজ রাখা হয়েছে। সেখানে বাংলা, ইংরেজি, পলিটিক্যাল সায়েন্স, ইতিহাস, ইকোনমিক্স, সোসিয়োলজি বিষয় থাকবে।এদিকে সর্বশিক্ষার অন্তর্গত বিআরপি এবং সিআরপি সহ ৪৬১ জন ননটিচিং স্টাফের বেতন বৈষম্য প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, এখন থেকে তাদের গড়ে প্রায় ৪ থেকে ৫ হাজার টাকা বেতন বৃদ্ধি করা হবে। পাশাপাশি বছরে তাদেরকে একটি ইনক্রিমেন্টও দেওয়া হবে। একই সঙ্গে ৪২২ জন ব্লক রিসোর্স পার্সন এবং ২৪৬ জন ক্লাস্টার রিসোর্স পার্সন নিয়োগ করা হবে।