নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি.স.): ইউক্রেন থেকে দেশে ফিরে আসা মেডিকেল শিক্ষার্থীদের ভর্তির সুবিধার্থে কেন্দ্রীয় সরকারকে একটি পোর্টাল তৈরি করার পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট । এই মামলার পরবর্তী শুনানি ২৩ সেপ্টেম্বর।
কেন্দ্রীয় সরকার বলেছে, এই ছাত্রছাত্রীরা হয় এনইইটি-তে কম নম্বরের কারণে বা সস্তায় পড়াশোনার জন্য সেখানে গিয়েছিল। ভারতে এই ছাত্রদের ভর্তি আইনি পথে সম্ভব নয়। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ইউক্রেনের কলেজ থেকে সম্মতি নিয়ে অন্য দেশে ডিগ্রি সম্পন্ন করতে হবে।
এর আগে, ৫ সেপ্টেম্বর শুনানির সময় সলিসিটর জেনারেল তুষার মেহতা কেন্দ্রীয় সরকারের পক্ষ মতামত পেশ করেছিলেন। তিনি বলেছিলেন যে বিদেশ মন্ত্রক বিষয়টি খতিয়ে দেখছে। হয়তো শিক্ষার্থীদের জন্য কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে। ২৬ আগস্ট কেন্দ্রকে নোটিশ জারি করেছিল আদালত। সুপ্রিম কোর্ট বলেছিল যে ভারতের কলেজগুলিতে এত জায়গা আছে কিনা এবং নিয়মের অধীনে ভারতে ভর্তি হতে পারে কিনা তা সিদ্ধান্ত নেওয়া সরকারের।
এই বিষয়ে পিটিশন দায়ের করেছেন পার্থবী আহুজা এবং প্রাপ্তি সিং। আবেদনে বলা হয়েছে, ইউক্রেনে এখনও স্বাভাবিক অবস্থার কোনো সম্ভাবনা নেই। ঝুলে আছে হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ। সেখান থেকে ফিরে আসা শিক্ষার্থীদের ভর্তির নিয়মে শিথিলতা দিয়ে সরকারি ও বেসরকারি কলেজে স্থান দিতে হবে।