মুম্বই, ১৬ সেপ্টেম্বর (হি. স.) : শুক্রবার দেশের শেয়ার বাজারে ফের পতন দেখা গিয়েছে। দুর্বল অবস্থায় রয়েছে সেনসেক্স, নিফটি। বিএসই মিডক্যাপ ও স্মলক্যাপ স্টকগুলির পতনও বাজারের গতি কমিয়ে দিয়েছে।
এদিন সেনসেক্স ও নিফটির শেয়ারে পতন দেখা দিয়েছে। সেনসেক্সের ৩০টি স্টকের মধ্যে মাত্র ৮টি ভাল লেনদেন করছে। সেখানে ২২টি স্টক নিম্নমুখী। অন্যদিকে, নিফটির ৫০টি স্টকের মধ্যে ১৪টি বৃদ্ধির সঙ্গে লেনদেন করছে ও ৩৫টি স্টক কমছে। একটি শেয়ার কোনও পরিবর্তন ছাড়াই লেনদেন করছে। আজকের স্টকগুলির মধ্যে সেনসেক্সে টাটা স্টিল, আইটিসি, এসবিআই, আল্ট্রাটেক সিমেন্ট, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, বাজাজ ফাইন্যান্স, সান ফার্মা, টাইটান, এশিয়ান পেইন্টস, বাজাজ ফিনসার্ভের স্টকগুলিতে সামান্য উচ্চতা থাকলেও পরবর্তীকালে নেমে আসে এরমধ্যে অনেক স্টক। এদিনের নিচের দিকে যাওয়া স্টকগুলির মধ্যে রয়েছে মারুতি, কোটাক ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচইউএল, ডাঃ রেড্ডি’স ল্যাবস, এনটিপিসি, নেসলে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এইচডিএফসি ব্যাঙ্ক, পাওয়ারগ্রিড, ভারতী এয়ারটেল, এলএন্ডটি, এইচসিএল টেক, অ্যাক্সিস ব্যাঙ্ক, ইনফোসিস, এইচডিএফসি, উইপ্রো , টিসিএস, টেক মহিন্দ্রা ও মাহিন্দ্রা অ্যান্ড ।