নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর : রাজ্যের বিভিন্ন স্থানে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়ে তুলেছে৷ বিষয়টি খুবই উদ্বেগ জনক৷ মানুষের মানবিক মূল্যবোধ আজ যে কোন তলানিতে গিয়ে ঠেকেছে এইসব ঘটনার মধ্য দিয়ে তার ওই প্রমাণ মিলছে৷ খোয়াই জেলার কল্যাণপুর ব্লকের ঘিলাতলী গ্রামে এ ধরনের এক অমানবিক ঘটনা ঘটেছে৷ সন্ধ্যা রাতে চোর সন্দেহে বহিঃরাজের এক ব্যক্তির উপর মধ্যযুগীয় কায়দায় বর্বরোচিত হামলা সংগঠিত হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়৷ আটক ব্যক্তির নাম সুধীর গিরি (৩৬)৷ বাড়ি ঝাড়খন্ড৷
ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি অকুস্থলে পুলিশ পৌঁছে ভিন রাজ্যের ব্যক্তিকে আহত অবস্থায় তুলে আনে কল্যাণপুর হাসপাতালে৷ বর্তমানে আহত ব্যক্তি কল্যাণপুর থানার পুলিশের হেফাজতে রয়েছে৷ সন্ধ্যা আনুমানিক ছয়টা নাগাদ কল্যাণপুর থানাধীন ঘিলাতলী বাজার এলাকার দীপক ভট্টাচার্যের ঘরে বহিঃরাজ্যের মধ্যবয়স্ক এক ব্যক্তি ঢুকে পড়ে৷ সে মদমত্ত অবস্থায় ছিল৷ মুহূর্তের মধ্যেই চিৎকার চেঁচামেচিতে পাড়া-প্রতিবেশীরা জড়ো হয়ে বাড়ি থেকে আটক করে সংশ্লিষ্ট ব্যক্তিকে৷ চোর সন্দেহে শুরু হয় অতর্কিতভাবে হামলা৷ কোনো কিছু শোনার আগেই উপর্যুপরি আক্রমণে বহিঃরাজ্যের ব্যক্তিটি লুটিয়ে পড়ে৷ মুহূর্তের মধ্যেই প্রায় কয়েক শতাধিক লোক জড়ো হয়ে যায়৷ আর গোটা এলাকার মধ্যে চোর ধরা পড়েছে এমন একটা বার্তা ছড়িয়ে পড়ে৷ ঘটনার খবর যায় কল্যাণপুর থানাতে৷ খবর পেয়ে কল্যাণপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷ রক্তাক্ত এবং আহত বহিঃরাজ্যের ব্যক্তিকে কোনক্রমে উন্মত্ত জনতার হাত থেকে রক্ষা করে চিকিৎসার জন্য কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসা হয়৷
পরবর্তী সময়ে পুলিশ সূত্রে জানা গেছে এই লোকটির বাড়ি সুদূর ঝাড়খন্ডে৷ সে খোয়াই জেলার একটি ইটভাট্টাতে শ্রমিকের কাজ করে৷ ঘটনার সময়ে ওই ব্যক্তি মদমত্ত অবস্থায় ছিল বলেও খবর৷ তবে কিভাবে কেনই বা সে ঘিলাতলির একটা বাড়িতে সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসার সাথে সাথেই গিয়ে উঠলো তার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি৷ আহত ব্যক্তিও উত্তর দেওয়ার মতো মানসিক এবং শারীরিক কোন শক্তিই শেষ সংবাদ পর্যন্ত তার কাছে নেই৷ কল্যাণপুর থানার পুলিশ ঘটনার তদন্ত করছে৷ তবে ব্যক্তি যে কোন চোরচক্রের সাথে জড়িত নয় এই সন্দেহও কিন্তু অমূলক নয়৷ কারণ সম্প্রতি কল্যাণপুর থানা এলাকার ঘিলাতলী গ্রামে একই রাতে দুই বাড়ির সাতটি ছাগল সহ একটি দোকানের সর্বস্ব লুটে নেয় চোরচক্রের পান্ডারা৷ এলাকাতে চুরির বহরও যথেষ্ট বৃদ্ধি পেয়েছে৷ পুলিশ জানায় আটক ব্যক্তির নাম সুধীর গিরি (৩৬)৷ বাড়ি ঝাড়খন্ড৷
তবে এদিনের ভর সন্ধ্যায় বহিঃরাজ্যের এই ব্যক্তিকে চোর অপবাদে যে কায়দায় সম্মিলিতভাবে আক্রমণ করা হল তা যেমন মানবতার পক্ষে বিপদজনক তেমনি যথেষ্ট আতঙ্কেরও৷ কেননা কোন কিছু বুঝে ওঠার আগেই এইভাবেই অনেক সময় অকালে প্রাণ হারাতে হয় নির্দোষ মানুষের৷ এ ধরনের প্রবণতা বন্ধ করতে সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে৷