লখনউ, ১৬ সেপ্টেম্বর (হি.স.): বিগত ২৪ ঘন্টা অবিশ্রান্ত বৃষ্টি হচ্ছে লখনউ-সহ উত্তর প্রদেশের বিভিন্ন জেলায়। মুষলধারে বৃষ্টিতে স্বাভাবিক জীবন প্রভাবিত হয়েছে। কানপুর এবং লখনউতে ভারী বৃষ্টি এবং অনেক এলাকায় জল জমে যাওয়ার কারণে সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লখনউয়ের জেলা ম্যাজিস্ট্রেট সূর্যপাল গাঙ্গওয়ার গভীর রাতে এক নির্দেশিকায় জানিয়েছেন, ভারী বৃষ্টিপাত ও জল জমে যাওয়ার কারণে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত স্কুল শুক্রবার বন্ধ থাকবে।
প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তর প্রদেশের বিভিন্ন জেলায়। উন্নাও, ঝাঁসি, ওরাই, লখনউ, কানপুর, বাহরাইচ-সহ উত্তর প্রদেশের একাধিক জেলায় গত ২৪ ঘণ্টা ধরে ভারী বৃষ্টি হচ্ছে। বরেলি, পিলভিট, শাহজাহানপুর, হারদৌই, সীতাপুর, কানপুর, প্রয়াগরাজে আগামী দু’দিন আরও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বৃষ্টির জন্য প্রাণহানির ঘটনাও ঘটেছে উত্তর প্রদেশে। লখনউতে দেওয়াল ভেঙে ৯ জনের মৃত্যু হয়েছে ও উন্নাওতে বাড়ির ছাদ ভেঙে ৩ জনের মৃত্যু হয়েছে।

