নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি.স.): দিল্লি সরকারের আবগারি নীতি দুর্নীতি মামলায় ফের বড়সড় তল্লাশি অভিযান চালাচ্ছে প্রবর্তন নির্দেশালয় (ইডি)। দুর্নীতির নানা দিক খতিয়ে দেখতে দিল্লির পাশাপাশি বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাইয়ের বিভিন্ন জায়গায় হানা দিয়েছে ইডি। এই কাণ্ডে সিবিআইয়ের নজরে আছেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা মনীশ সিসোদিয়া।
এর আগে গত ৬ সেপ্টেম্বর দিল্লি সরকারের আবগারি নীতি দুর্নীতি মামলায় উত্তর প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, তেলেঙ্গানা ও মহারাষ্ট্রে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। আর শুক্রবার দিল্লির পাশাপাশি বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাইয়ের বিভিন্ন জায়গায় হানা দিয়েছে ইডি। গত মাসেই এই মামলায় মনীশ সিসোদিয়ার বাসভবন-সহ বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালিয়েছিল ইডি।