নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি.স.) : দ্বারকার জাফরপুর কালান এলাকায় কয়েকজন অজ্ঞাত হামলাকারীর গুলিতে একজন অ্যাম্বুলেন্স চালকের মৃত্যু হয়েছে। তুলারাম ধানসা গ্রামের বাসিন্দা সুনীল কুমার তার কাজ শেষ করে বৃহস্পতিবার রাতে যখন বাড়ি ফিরছিল তখন ঘটনাটি ঘটে। বাইকে করে আসা কয়েকজন দুস্কৃতী ওই যুবককে লক্ষ্য করে গুলি চালায়।
জানা গেছে, সুনীল একটি হাসপাতালে অ্যাম্বুলেন্স চালকের কাজ করতেন। বাড়িতে তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। সুনীলকে লক্ষ্য করে আট থেকে ১০ রাউন্ড গুলি চালানো হয়েছে । ঘটনার পরই দুস্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়। আহতকে রাও তুলারাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ খুনের মামলা দায়ের করেছে এবং হামলাকারীদের খোঁজে তল্লাশি শুরু করেছে।