Tripura:চোর সন্দেহে গণধোলাইয়ে গুরুতর আহত যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর : রাজ্যে চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় রাজ্যের বিভিন্ন স্থানে সাধারণ মানুষ রাত জেগে পাহারা দিয়ে ধন-সম্পদ রক্ষা এবং চোরদের আটক করার তৎপরতা অব্যাহত রেখেছেন৷ তাতে বিভিন্ন জায়গায় সাফল্য আসছে৷ তবে রাজ্যে চুরি ডাকাতি ছিনতাই সহ নানা অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়েও জনগণের নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ 

এদিকে, চোর সন্দেহে গণধোলাইয়ে গুরুতর আহত এক যুবক৷ ঘটনা  নতুননগর কোপারেটিভ এলাকায়৷ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ কিন্তু পাশাপাশি জনগন যেভাবে আইন নিজের হাতে তুলে নিচ্ছে, তা রীতিমতো চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে৷ এভাবে আইন হাতে তুলে নেওয়ার ঘটনা বৃদ্ধি পেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা রীতিমত কষ্টকর হয়ে উঠবে তা বলার অপেক্ষা রাখে না৷ স্বাভাবিক কারণেই আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা বন্ধে পুলিশ এবং প্রশাসনকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *