ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর।। পশ্চিম জেলাভিত্তিক স্কুলস্তরীয় সাঁতার প্রতিযোগিতা হবে রাইমা সুইমিং পুলে। বাধারঘাটস্থিত দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে। পশ্চিম জেলা স্তরের বালক বালিকা উভয় বিভাগের অনূর্ধ্ব ১৪, ১৭ ও ১৯ বছর গ্রুপের সাঁতারুরা অংশ নেবে। আগামীকাল বেলা দশটা থেকে প্রতিযোগিতা শুরু হবে। এদিকে, পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে পশ্চিম জেলা স্তরীয় জুডো প্রতিযোগিতা হবে দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সের জুডো ইনডোর হলে। বালক বালিকায় উভয় বিভাগের প্রতিযোগিতাও শুরু হবে বেলা ১০টা থেকেই। তবে এর আগে বর্ণাঢ্য এক অনুষ্ঠানে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। বাধারঘাট স্টেট স্পোর্টস কমপ্লেক্সে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সভাধিপতি অন্তরা সরকার দেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা। এছাড়া, বিশেষ ও সম্মানিত অতিথি হিসেবে ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের সচিব পাইমং মগ, ত্রিপুরা স্পোর্টস স্কুলের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শান্তনু সূত্রধর, স্পোর্টস সেল-এর চেয়ারম্যান কমল দে, প্রাক্তন স্পোর্টস অফিসার ও অ্যাথলেটিক্স কোচ স্বপন সাহা প্রমূখ উপস্থিত থাকবেন। পৌরহিত্য করবেন যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের ইয়ুথ প্রোগ্রাম অফিসার কৃষ্ণকান্ত ভট্টাচার্য। তবে অ্যাথলেটিক্স ইভেন্টের প্রতিযোগিতা হবে ১৯ সেপ্টেম্বর রানির বাজার দ্বাদশ শ্রেণী স্কুল মাঠে। উল্লেখ্য, এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি চূড়ান্ত। পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের জয়েন্ট সেক্রেটারি অপু রায় এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।