নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর : বিধানসভা নির্বাচন সমাগত প্রায়৷ আগামী পাঁচ থেকে সাড়ে পাঁচ মাসের মধ্যেই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে৷ নির্বাচন দপ্তরও এ বিষয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে৷ বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতাও বৃদ্ধি পেয়েছে৷ এরই মধ্যে রাজনৈতিক হিংসাত্মক কার্যকলাপও মারাত্মকভাবে বৃদ্ধি পেয়ে চলেছে৷ অভিযোগের আঙ্গুল উঠেছে শাসকদলের বিরুদ্ধেও৷ শাসক দল আসন্ন বিধানসভা নির্বাচনে নিজেদের জয় নিশ্চিত করার লক্ষ্যে নানা কৌশল নিচ্ছে৷ এমনকি সন্ত্রাস করে ভোটে জেতার চক্রান্ত করা হচ্ছে বলে বিরোধীদল গুলির তরফ থেকে অভিযোগ উঠেছে৷
সম্প্রতি উত্তরপ্রদেশ থেকে প্রচুর সংখ্যক বাইক ত্রিপুরায় নিয়ে আসা হয়েছে বলেও অভিযোগ৷ রাজ্যে বাইক বাহিনীকে শক্তিশালী করার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয়৷ তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে এ ধরনের অভিযোগ করেছেন এবং এ বিষয়ে রাজ্য পুলিশের মহা নির্দেশকের দৃষ্টি আকর্ষণ করে স্মারকলিপি প্রদান করেছেন৷ উত্তর প্রদেশ থেকে রাজ্যে ব্যাপক সংখ্যক বাইক নিয়ে আসার বিষয়টি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন তিনি৷ কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে এ ব্যাপারে কোন ধরনের উদ্যোগ গ্রহণ না করায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে৷
এর প্রতিবাদে বৃহস্পতিবার যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য পুলিশের সদর কার্যালয়ের সামনে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করা হয়৷ যুব তৃণমূল কংগ্রেসের প্রদেশ সভাপতি শান্তনু সাহা অভিযোগ করেছেন, উত্তরপ্রদেশ থেকে প্রচুর বাইক এসেছে ত্রিপুরায়৷ তিনদিন আগে সাংবাদিক সম্মেলন করে এমনটাই দাবি করেছিলেন তৃণমূল নেত্রী সাংসদ সুস্মিতা দেব৷ রাজ্য পুলিশের ডিজিকে চিঠি লিখে এই বাইক গুলোর বিষয়ে তদন্ত করার দাবি জানিয়েছিলেন৷ কিন্তু এখনো পুলিশ কোনও উদ্যোগ গ্রহণ করেনি৷ তারই প্রতিবাদে বৃহস্পতিবার যুব তৃণমূল কংগ্রেস পুলিশ সদর দপ্তরের সামনে বিক্ষোভ ও ধর্ণায় বসে৷ অবিলম্বে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে তারা আরো বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷

