Road Block:রাস্তা সংস্কারের দাবীতে বড়জলায় অবরোধ এলাকাবাসীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর : ফের রাস্তা সংস্কারের দাবীতে পথ অবরোধ এলাকাবাসীদের৷ ঘটনাস্থলে পৌঁছান এলাকার বিধায়ক৷ দ্রুত উদ্যোগ গ্রহনের আশ্বাস পেয়ে অবরোধ মুক্ত হয় রাস্তা৷ ঘটনা বড়জলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঁঠালতলী থেকে নবগ্রাম যাওইয়ার রাস্তায়৷ 

ঘটনার বিবরণে প্রকাশ, এলাকার রাস্তাটিতে প্রায়শই জল জমে থাকে৷ সামান্য বৃষ্টিতেই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে৷ এলাকাবাসীর অভিযোগ বিগত তিন বছর ধরে এই এলাকায় জল জমছে৷ স্থানীয় এক ব্যক্তি এলাকায় যে ড্রেইন ছিল সেই জায়গাটি ক্রয় করার পর ড্রেইনটি মাটি দিয়ে ভরাট করেছে৷ যার ফলে এলাকায় দীর্ঘ দিন ধরে রাস্তায় জল জমছে৷ 

এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন এলাকার বিধায়ক ডাঃ দিলিপ কুমার দাস৷ তিনি বলেন, রাস্তাটি মেরামতের জন্য সরকার যাবতীয় ব্যবস্থা গ্রহন করেছে৷ কিন্তু স্থানীয় কোনও এলাকাবাসী ড্রেইনের জন্য জায়গা দিতে নারাজ৷ যার দরুন এই এলাকায় ড্রেইন তৈরি করা সম্ভব হচ্ছে না৷ তাই স্থানীয়রা সহযোগিতা না করলে রাস্তাটি মেরামত সম্ভব নয় বলে অভিমত বিধায়কের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *