ডেঙ্গি আক্রান্ত কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, জ্বর নিয়ে চিকিৎসাধীন হাসপাতালে

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (হি.স.): কলকাতা-সহ রাজ্যজুড়ে মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ ক্রমশ বেড়েই চলেছে। এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন খোদ কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। শরীরে জ্বর নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

গত দু’দিন ধরে বিনীত জ্বরে ভুগছিলেন। জ্বর না কমায় তিনি পরীক্ষা করান। রিপোর্ট আসার পর দেখা যায় তিনি ডেঙ্গু আক্রান্ত। রিপোর্ট আসার পরই বিনীতকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। তবে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেও জানা গিয়েছে।
তাঁর রক্তে প্লেটলেটের দিকেও বিশেষ নজর রাখা হচ্ছে। পাশাপাশি নজর রাখা হচ্ছে তাঁর শরীরে জলের মাত্রার দিকেও।