শ্রীনগর, ১৫ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের রিয়েসি জেলায় কুখ্যাত এক হাইব্রিড জঙ্গিকে গ্রেফতার করল সুরক্ষা বাহিনী। রিয়েসি জেলার আংরালা জঙ্গলে রিয়েসি পুলিশ, সেনাবাহিনীর ৫৮ রাষ্ট্রীয় রাইফেলস ও সিআরপিএফ-এর ১২৬ নম্বর ব্যাটেলিয়নের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে ওই হাইব্রিড জঙ্গিকে। ধৃত জঙ্গির কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। পুলিশ জানিয়েছে, এই জঙ্গিকে গ্রেফতার করায় বড়সড় সন্ত্রাসী হামলার ছক বানচাল করা হয়েছে।
ধৃত হাইব্রিড জঙ্গির নাম-জাফফার ইকবাল। তার বাড়ি রিয়েসি জেলার মাহোরে তালুকায়। পাকিস্তান সন্ত্রাসী হ্যান্ডলারদের সঙ্গে সম্পর্ক ছিল ওই সন্ত্রাসীর। ধৃত জঙ্গির কাছ থেকে, দু’টি পিস্তল, চারটি পিস্তলের ম্যাগাজিন, ২২ এমএম তাজা গুলি এবং নগদ ১,৮১,০০০ টাকা উদ্ধার হয়েছে।