CPIM:সি পি আই এম এর চারটি সংগঠনের উদ্দ্যোগে বীরচন্দ্র মনু বাজারে মিছিল

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৫ সেপ্টেম্বর : সবার জন্য শিক্ষা ও কাজের দাবী সহ ৯ দফা দাবির ভিত্তিতে বামপন্থী চারটি ছাত্র যুব সংগঠনের উদ্যোগে শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র মনু বাজারে এক মিছিল ও বাজার সভার আয়োজন করা হয়৷ পতিছড়ী ড্রপগেইট এলাকা থেকে মিছিলটি শুরু করা হয়৷  মিছিলটি বীরচন্দ্র মনু বাজারে এসে সমাপ্তি হয়৷  মিছিল শেষে সি পি আই এম কর্মীসমর্থকদের নিয়ে অনুষ্ঠিত হয় এক বাজার সভা৷  

আজকের এই মিছিল ও বাজার সভায় উপস্থিত ছিলেন সি পি আই এম এর রাজ্য কমিটির সম্পাদক তথা প্রাক্তন সাংসদ জিতেন্দ্র চেঁধুরী, জোলাইবাড়ী বিধানসভার বিধায়ক যশবীর ত্রিপুরা, টিটিএডিসির প্রাক্তন ক্রীড়া ও যুবকল্যান দপ্তরের নির্বাহী সদস্য পরিক্ষিত মুড়াসিং, শ্রীমন্ত দে, আশুতোষ দেবনাথ  সহ সি পি আই এম এর অন্যান্য নেতৃত্ববৃন্দরা৷  আজকের এই বাজার সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জানান বর্তমান রাজ্যসরকারের মেয়াদ আর চার পাঁচ মাস৷ এই সময়ের মধ্যে সমস্ত সরকারী বন্ধ, দূর্গা পূজা, লক্ষী পূজা, কালি পূজা বাদ দিলে থেকে যায় ১০০দিন৷  এই ১০০ দিনের মধ্যে রাজ্য সরকারের দেওয়া  ভিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি বাস্তবায়িত করতে পাবে কিনা তা নিয়ে শাসকদলকে প্রশ্ণ ছুড়ে দিলেন সিপিএম রাজ্য সম্পাদক৷ বাজার সভা শেষে প্রাক্তন তিনি সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে সি পি আই এম এর আজকের কর্মসূচী সম্পর্কে কিছু বক্তব্য তুলে ধরেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *