Blood Donation:টিএসআর অষ্টম বাহিনীর উদ্যোগে রক্তদান শিবির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর : টিএসআর জন নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অঙ্গ হিসেবে রক্তদানসহ নানা সামাজিক কর্মসূচিতেও শামিল হচ্ছে৷ রাজ্যের গর্ব টিএসআর বাহিনী রাজ্যের জনগণকে নানা পরিষেবা দিতে বদ্ধপরিকর বলে অভিমত ব্যক্ত করেছেন বাহিনীর কর্মকর্তারা৷ অমৃত মহোৎসব উপলক্ষে মেগা রক্তদান শিবিরের আয়োজন করে ৮ম বাহিনী টিএসআর৷ লংতরাইভ্যালী মহকুমার লালছড়াস্থিত টিএসআর অষ্টম ব্যাটেলিয়নের হেড কোয়ার্টারে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন  ডিআইজিপি কেরী মারাক৷ রক্ত দান মহৎ দান এই উদেশ্যকে সামনে রেখে মোট ৬৩ জন জওয়ান রক্ত দান করে৷ উদ্বোধনের ভাষনের মারাক সাহেব বলেন রাজ্যে রক্তের যোগানের চেয়ে চাহিদা বেশী৷ মূর্মুর রোগীদের প্রয়োজনীয় রক্ত ব্লাড ব্যান গুলো পুরন করতে হিমশিম কাচ্ছে৷ রক্তের কোন বিকল্প নেই৷ রক্ত দান করলে যেমন একটি রোগীর জীবন বাঁচানো সম্ভব, তেমনি রক্ত দাতারও উপকার হয়৷ রক্তজনিত বিভিন্ন রোগ থেকে রেহাই পাওয়া যায়৷ তিনি জওয়ানদের কাছে প্রতি মাসে ৪০ – ৫০ জন করে রক্ত দান করার জন্য এগিয়ে আসার আহববান রাখেন৷  কমান্ডেন্ট অমৃত দেববর্মা বক্তব্য রাখতে গিয়ে বলেন শুধু উগ্রবাদী সমস্যা বা আইনশৃঙ্খলার বিষয়ই নয় জনকল্যাণমুখী কাজেও টিএসআর অষ্টম বাহিনীর জওয়ানরা করে যাচ্ছে৷ লকডাউনে সাধারণ  মানুষের পাশে দাড়ানো বা ম্যালেরিয়া কবলিত এলাকাতে ঔষধ পত্র নিয়ে চিকিৎসার ব্যবস্থা করার মত সামাজিক কাজও করা হচ্ছে৷ রাজ্যের রক্তের চাহিদা পূরণে আগামী দিনেও বিভিন্ন রক্তদান শিবিরের আয়োজন করবে টিএসআর অষ্টম ব্যাটেলিয়ান বলে জানান তিনি৷ অন্যান্য বাহিনীগুলিকেও রক্তদান শিবির সংঘটিত করা সহ অন্যান্য সামাজিক কর্মসূচিতে শামিল হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *