নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি.স.): দিল্লির বিরুদ্ধে বিপজ্জনক পরিকল্পনা করছে বিজেপি। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে করে এই ভাষাতেই বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা মনীশ সিসোদিয়া। সিসোদিয়া এদিন বলেছেন, দিল্লির বিরুদ্ধে বিপজ্জনক পরিকল্পনা করছে বিজেপি। ৩টি আবর্জনার পাহাড় নির্মূল এবং পরিচালনা করা তো দূরের কথা, তারা দিল্লিতে ১৬টি নতুন আবর্জনার পাহাড় তৈরি করার প্রস্তুতি নিচ্ছে। আপনারা কল্পনাও করতে পারবেন না যে, ১৬টি নতুন আবর্জনার পাহাড় তৈরি হলে দিল্লির অবস্থা কতটা খারাপ হবে।
বিজেপির বিরুদ্ধে তোপ দেগে মনীশ সিসোদিয়া আরও বলেছেন, “সিবিআই-ইডির তদন্তে কিছু পায়নি, এখন স্টিং আনা হয়েছে। বিজেপির উচিত অবিলম্বে এই স্টিং সিবিআইয়ের কাছে জমা দেওয়া। সিবিআই যদি এর সত্যতা পায় তাহলে আমাকে ৪ দিনের মধ্যে গ্রেফতার করতে পারে। অন্যথায়, বিবেচনা করা উচিত যে এটি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ষড়যন্ত্র করা হয়েছে এবং প্রধানমন্ত্রীর এর জন্য ক্ষমা চাওয়া উচিত।”