কলকাতা, ১৪ সেপ্টেম্বর (হি. স.) : পুজোর সময়ে যাত্রীদের চাপ অতিরিক্ত ভাবে বেড়ে যায়। সেই চাপ সামাল দিতে প্রতি বছর স্পেশাল ট্রেন ঘোষণা করে রেল। এবারও তার ব্যতিক্রম হয়নি।
পুজো স্পেশাল ট্রেনে নয়া সংযোজন হল শিয়ালদা এবং কামাখ্যার মধ্যে দুটি স্পেশাল ট্রেন। এই বিশেষ ট্রেনটির ফলে পুজোর সময়ে এমজেপি যাওয়ার জন্য আরও একটি ট্রেন পেলেন যাত্রীরা। কারণ কামাখ্যা যাওয়ার ট্রেনটি এনজেপি থেকে গোয়ালপাড়া টাউন হয়ে কামাখ্যা পৌঁছবে।
০৩১৭৩ শিয়ালদহ – কামাখ্যা এসি পুজো স্পেশাল শুক্রবার রাত্রি ১১:৫০ মিনিটে শিয়ালদহ থেকে যাত্রা শুরু করবে। পরের দিন বিকেল ৫:৪৫ মিনিটে কামাখ্যা পৌঁছবে। অন্যদিকে ফেরার সময় ওই ট্রেনটি ০৩১৭৪ নম্বরে কামাখ্যা -শিয়ালদা জন্য শনিবার রাত্রি ১১:৪৫ মিনিটে যাত্রা শুরু করবে। পরের দিন শিয়ালদা স্টেশনে পৌঁছবে রাত ১০ টা বেজে ৪০মিনিটে।
এই অক্টোবর মাসে ৭ থেকে ২৫ তারিখের মধ্যে প্রতি শুক্রবার শিয়ালদা থেকে মোট ৪ টি ট্রিপ করবে। অন্যদিকে অপর যে ট্রেনটি রয়েছে, সেটি ৮২৩১৩ নম্বরে শিয়ালদা থেকে কামাখ্যার উদ্দেশে ৩০ তারিখ শুক্রবার রাত্রি ১১:৫০ মিনিটে ছাড়বে। পরের দিন বিকেল ৫:৪৫ মিনিটে কামাখ্যা পৌঁছবে। কামাখ্যা থেকে আসার সময় এই ট্রেনটিও রাত্রি ১১:১৫ মিনিটে রওনা হবে। পরের দিন শিয়ালদা স্টেশনে পৌঁছবে রাত ১০ টা বেজে ৪০ মিনিটে।

