বাঙ্কা, ১৪ সেপ্টেম্বর (হি.স.): বিহারের বাঙ্কা জেলার জয়পুর থানার অন্তর্গত কোলহাসার পঞ্চায়েতের বাথনাভারন গ্রামে বজ্রপাতে বুধবার এক বৃদ্ধ ভাই ও বোন সহ তিনজন মারা গিয়েছেন।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মাসুদন যাদব (৭০), তাঁর বোন বাসন্তী দেবী (৭৫) এবং সোনি কুমারী (১২) গ্রামের বাসিন্দা মারা গেছেন। ঘটনার সময় উপরের সবাই গবাদি পশু নিয়ে বাইরেছিলেন। তারপর বজ্রবিদ্যুৎ সহ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। ঘটনার খবর পাওয়া মাত্রই নিহতের পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্যদিকে, ঘটনার খবর পেয়ে জয়পুর থানার অফিসাররা দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছেন। পুলিশ মৃতদেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।