বৃহস্পতিতে রোদ ঝলমলে হবে আকাশ, পারদ চড়লে তিলোত্তমায় ফের বাড়বে অস্বস্তি

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (হি.স.): নীল-সাদা ঝলমলে আকাশের আমেজ পাওয়া যেতে পারে বৃহস্পতিবার থেকে। আগামী ২৪ ঘন্টার মধ্যেই আবহাওয়া আমূল বদলাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। রোদ উঠলে স্বাভাবিকভাবেই চড়বে পারদ, তারপর ফের অস্বস্তি অনুভূত হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। এদিন মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম।

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের প্রভাবে গত রবিবার থেকে দফায় দফায় বৃষ্টিতে ভিজেছে কলকাতা ও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা। একটানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে স্বাভাবিক জনজীবন। মঙ্গলবার বিকেলের পর থেকে বৃষ্টি কমেছে। বুধবার সকালে রোদের দেখা মেলেনি, এদিনও মেঘাচ্ছন্ন ছিল কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ। তবে, আগামী ২৪ ঘন্টার মধ্যে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বৃস্পতিবার থেকেই রোদ ঝলমলে আকাশের দেখা মিলতে পারে, এমনটাই জানিয়েছেন আবহবিদরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *