কলকাতা, ১৪ সেপ্টেম্বর (হি. স.) : দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে আমজনতার উপর চাপ ক্রমেই বাড়ছে। সাম্প্রতিক তথ্য বলছে, অগাস্টেও দেশে বেড়েছে খুচরো মুদ্রাস্ফীতি। এই অবস্থায় বিপদ ঘনাচ্ছে নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্তের জন্য। কারণ, জিনিসপত্রের দাম আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে প্রবল।
বর্তমানে বাজারে সবজি থেকে মাছের দাম ক্রমেই বাড়ছে। গত মাসেও যে সবজি বেশ কিছুটা কম দামে পাওয়া যাচ্ছিল তা এবার মহার্ঘ হয়ে উঠেছে। পাশাপাশি রুইয়ের মতো মাছের দামও বেড়ে গিয়েছে। ফলে চাপ পড়ছে সাধারণ মানুষের পকেটে। এবার এক নজরে দেখে নেওয়া যাক চলতি বাজারদর।
টমেটোর কেজি প্রতি দাম ৪০ থেকে ৭০ টাকা।ফুলকপির দাম রয়েছে প্রতি পিস – ৩০ থেকে ৩৫ টাকা। বাঁধাকপির দাম রয়েছে কেজি প্রতি – ৫০ টাকা কেজি। পেঁপের দাম রয়েছে কেজি প্রতি – ২০ টাকা।
জ্যোতি আলুর দাম ২৮ থেকে ৩০ টাকা প্রতি কেজি। চন্দ্রমুখী আলুর দাম রয়েছে কেজি প্রতি ৩৮ টাকা থেকে ৪০ টাকা। বেগুন রয়েছে কেজি প্রতি ৪০ টাকা থেকে ৫০ টাকা। ঢ্যাঁড়শের দাম কেজি প্রতি ৩০-৪০ টাকা। কুঁদরি – কেজি প্রতি ৩০ টাকা। লেবু – ২ টাকা থেকে ৩ টাকা প্রতিটি। কুমড়ো – ৩০ টাকা প্রতি কেজি।
স্বস্তি নেই মাছেও। রুইয়ের কিলো ২০০-২৪০ টাকা।কাতলা মাছ – কেজি প্রতি দাম রয়েছে ৩৫০-৪০০ টাকা। তেলাপিয়া ১৮০ টাকা প্রতি কেজি। লোটে মাছ ১৩০-১৪০ টাকা প্রতি কেজি। ট্যাংরা – প্রতি কেজি ২০০ টাকা। পমফ্রেট – ৪০০-৬০০ টাকা। ভেটকি – ৭০০ টাকা থেকে ৮০০ টাকা কেজি। কাঁকড়া ৬০০-৮০০ টাকা কেজি। এবার দেখে নেওয়া যাক মাংসের দাম— চিকেন ২২০ টাকা প্রতি কেজি। গোটা মুরগি ১৪০ টাকা থেকে ১৬০ টাকা প্রতি কেজি। মাটন ৭০০-৭২০ টাকা প্রতি কেজি।

