ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্টেম্বর।। পরিবর্তন হলো দিনক্ষণ। রাজ্য সিনিয়র হ্যান্ডবল প্রতিযোগিতার। পুরুষ ও মহিলা উভয় বিভাগে স্টেট হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল। দু’দিন ব্যাপী আসর শুরু হওয়ার কথা ছিল ১৬ সেপ্টেম্বর থেকে। বুধবার মুষলধারে বৃষ্টির ফলে মাঠ কর্দমাক্ত হয়ে পড়ায় বাধ্য হয়েই আসর পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সূচী অনুযায়ি দুদিন ব্যাপী এই আসর শুরু হবে ২৯ সেপ্টেম্বর থেকে। রাজ্য হ্যান্ডবল সংস্থার সচিব লিটন রায় এক বিবৃতিতে এখবর জানান। অনিবার্য কারনবশতঃ টুর্নামেন্ট পিছিয়ে দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন।
2022-09-14