করিমগঞ্জ (অসম), ১৪ সেপ্টেম্বর (হি.স.) : স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে দুরন্ত একটি মোটর বাইকের ধাক্কায় গুরুতর আহত হয়েছে জনৈক ছাত্রী। ঘটনাটি সংঘটিত হয়েছে আজ বুধবার করিমগঞ্জের ফকিরাবাজারে এমকে গান্ধী কলেজের কাছে।
প্রত্যক্ষদর্শীদের কাছে জানা গেছে, ফকিরাবাজারে অবস্থিত একে আজাদ হাইস্কুলের দশম শ্রেণির এক ছাত্রী স্কুল ছুটির পর পায়ে হেঁটে বাড়ি ফিরছিল। কিন্তু এমকে গান্ধী কলেজের নিকটবর্তী এফএন রোডে লাতুগামী এএস ১০ এ ২৫৫৪ নম্বরের দুরন্ত একটি বাইক এসে হেঁটে যাওয়া স্কুল ছাত্রীকে সজোরে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা গিয়ে ছাত্রীকে রাস্তা থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠান।

