মুম্বই, ১৪ সেপ্টেম্বর (হি.স.) : মহারাষ্ট্র পুলিশ সাংলিতে শিশু অপহরণকারী সন্দেহে চার সন্ন্যাসীকে মারধর করার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে।
সাংলির পুলিশ সুপার দীক্ষিত গেদাম জানিয়েছেন, গতকাল লাভঙ্গা গ্রামে কয়েকজন সন্ন্যাসীকে গ্রামবাসীরা মারধর করে। অভিযোগ, সন্ন্যাসীরা গ্রাম থেকে শিশুদের অপহরণ করার চেষ্টা করেছিল। হাতেনাতে ধরে গ্রামবাসীরা সন্ন্যাসীদের মারধর করে। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে তাদের হাসপাতালে ভর্তি করে তদন্ত শুরু করে। পুলিশ স্বতঃপ্রণোদিত একটি মামলা নথিভুক্ত করেছে। এই ঘটনায় পুলিশ ছয় অভিযুক্তকে গ্রেফতার করেছে।
উল্লেখযোগ্যভাবে, ঘটনার একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পরে বিষয়টি প্রকাশ্যে আসে কারণ সন্ন্যাসীরা নিজেরাই পুলিশের কাছে এই ঘটনার বিষয়ে কোনও অভিযোগ নথিভুক্ত করেননি। এবিষয়ে সাংলির পুলিশ সুপার জানান, আমরা কোনও অভিযোগ বা আনুষ্ঠানিক রিপোর্ট পাইনি। তবে ভাইরাল ভিডিওগুলি খতিয়ে দেখছি এবং ঘটনাগুলি যাচাই করছি।

