ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্টেম্বর।। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আগামীকাল। তাতে যশমুড়া রিয়াং পাড়া খেলবে পতিছড়ির জাকুবিন ক্লাবের বিরুদ্ধে। বিলোনিয়ার বড়পাথারিতে আয়োজিত নক আউট ফুটবল টুর্নামেন্টে। বড়পাথারি স্কুল মাঠে অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ। বুধবার বৃষ্টির জন্য কোনও দলই তেমনভাবে অনুশীলন করতে পারেনি। তবে আগামীকাল লড়াই জমজমাট হবে আশা করছেন ফুটবলপ্রেমীরা। যতটুকু খবর দুই দলই কিছুটা শক্তি বাড়িয়েছে সেমিফাইনাল ম্যাচে মাঠে নামার আগে। এদিকে মঙ্গলবার প্রথম সেমিফাইনালে উদয়পুরের কে বি আই মর্ণিং প্লে সেন্টার ৪-০ গোলে বড়পাথারির ইয়ুথ ফোরাম দলকে পরাজিত করে ফাইনালের ছাড়পত্র ছিনিয়ে নিয়েছে।
2022-09-14