ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্টেম্বর।। সিনিয়র ক্রিকেটের ক্যাম্প শুরু হলো যথারীতি এমবিবি স্টেডিয়ামে। রিপোর্ট করার কথা ছিল প্রত্যেকেরই। তবে বৃষ্টির জন্য কয়েকজন ক্রিকেটার আসতে পারেনি। তিনজন পেশাদার ক্রিকেটার ঋদ্ধিমান সাহা, সুদীপ চ্যাটার্জি ও দীপক ক্ষৈত্রীরা যথারীতি এদিন রিপোর্ট করলেন। টিসিএ-র যুগ্ম সচিব কিশোর কুমার দাস এমবিবি স্টেডিয়ামে এদিন বেশ কিছুক্ষণ আলাপচারিতায় রত ছিলেন ঋদ্ধিমান সাহার সঙ্গে। সঙ্গে ছিলেন টি সি এ-র এপেক্সে কাউন্সিলের আরও দু’তিনজন সদস্য। রাজ্যের ক্রিকেটকে আগামীতে এগিয়ে নিয়ে যেতে বেশ কিছু বিষয় নিয়েও আলোচনা করলেন যুগ্ম সচিব কিশোর কুমার দাস ঋদ্ধিমানের সঙ্গে। প্রাপ্ত খবর এরকম যে, বৈঠকটা সম্পুর্ন একান্তেই হলো। তাতে যুগ্ম সচিব সহ বাকিরা কি কি জরুরি বিষয় নিয়ে আলোচনা করলেন তার মধ্যে একটি বিষয়ই জানা গেল। তা হলো ঋদ্ধিমান নাকি স্পষ্ট ভাষায় বললেন, এবছর রঞ্জি ট্রফির ফরম্যাটে দ্বিতীয় রাউন্ডে পৌঁছুতেই হবে ত্রিপুরা দলকে। এর জন্য যাবতীয় যা যা করা দরকার একজন ক্রিকেটার হিসেবে তার সবটাই করবেন। দিনভর বৃষ্টি থাকায় সিনিয়র ক্রিকেটাররা রিপোর্ট করলেও অনুশীলনে কিন্তু নামা হলো না কারোরই। একই ভাবে অনুর্ধ ১৯ বিভাগেও কয়েকজন ক্রিকেটার রিপোর্ট করতে পারেনি। ঋদ্ধিমানের মতো সদ্য ভারতীয় দল থেকে ছাড়া ক্রিকেটার এবছর ত্রিপুরা দলের হয়ে খেলবে। বিষয়টা বাড়তি একটা মাত্রা জুগিয়েছে রাজ্য ক্রিকেটে। ঋদ্ধিমানের পারফরম্যান্স সবারই জানা। ফার্স্ট ক্লাস এই ক্রিকেটার এবার রাজ্য রঞ্জি দলের হয়ে ২২ গজে খেলবেন, ভালো আশা তো করাই শ্রেয়, এবছর রঞ্জি ট্রফিতে কিছু একটা ভালো ফলাফল করবে রাজ্যদল, এটা অনুমেয়। ক্রিকেট মহলের একাংশ আবার রয়েছেন সময়ের অপেক্ষায়।
2022-09-14