গোয়ায় বড় ভাঙন কংগ্রেসে, হাত ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ৮ জন বিধায়ক

পানাজি, ১৪ সেপ্টেম্বর (হি.স.): রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো’ যাত্রার মধ্যেই গোয়ায় বড়সড় ভাঙন ধরল কংগ্রেসে। বুধবার হাত ছেড়ে পদ্মশিবিরে যোগ দিয়েছেন গোয়ার ৮ জন কংগ্রেস বিধায়ক। বিজেপিতে যোগ দেওয়ার পরই প্রাক্তন কংগ্রেস বিধায়ক মাইকেল লোবো বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের হাত শক্ত করতেই বিজেপিতে যোগ দিয়েছি আমরা। কংগ্রেস ছোড়ো, বিজেপিকে জোড়ো।” ৮ জন কংগ্রেস বিধায়ককে বিজেপি শিবিরে স্বাগত জানিয়ে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বলেছেন, “৮ জন বিধায়ককে আমি বিজেপিতে স্বাগত জানাচ্ছি। কংগ্রেস ভারত জোড়ো যাত্রা শুরু করেছে, কিন্তু আমার মনে হয় গোয়ায় কংগ্রেস ছোড়ো যাত্রা শুরু হয়ে গিয়েছে। গোটা দেশে মানুষজন কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন।”

এদিন যে ৮ জন কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁরা হলেন-দিগম্বর কামাত, মাইকেল লোবো, ডেলিলাহ লোবো, রাজেশ ফালদেসাই, কেদার নায়েক, সংকল্প আমনকার, অ্যালেইক্সো সিকুইরা এবং রুডলফ ফার্নান্ডেজ। বিজেপিতে যোগ দেওয়ার আগে মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের সঙ্গেও তাঁরা দেখা করেন। কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে মাইকেল লোবো বলেছেন, “কংগ্রেসের শীর্ষস্থানীয় সমস্ত নেতা যারা দলকে শক্তিশালী করেছিলেন, তাঁরাও আগামী দিনে দল ছেড়ে দেবেন। আমরা জনগণের প্রতিনিধিত্ব করছি, জনগণের কথা শুনতে হবে; আমাদের চলে যেতে বলেছেন এবং তাই আমরা চলে যাচ্ছি।” মাইকেল লোবো আরও বলেছেন, গোয়ার জনগণ আমাদের বলেছেন কংগ্রেসের শীর্ষ নেতাদের মধ্যে বড় ধরনের দ্বন্দ্বের কারণে ‘ভারত জোড়ো যাত্রা’ সফল হবে না।”

উল্লেখ্য, গোয়ায় এখন বিজেপিরই সরকার। চলতি বছরে গোয়ার বিধানসভা নির্বাচনে ৪০টির মধ্যে ২০টি আসনে জিতে বিজেপি ক্ষমতায় এসেছে। সে জায়গায় বিরোধী দল কংগ্রেসের বিধায়ক মাত্র ১১ জন। সেই ১১ জন বিধায়কের সিংহভাগই এদিন বিজেপিতে যোগ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *