কলকাতা, ১৩ সেপ্টেম্বর (হি. স.) : বিজেপির নবান্ন অভিযানের মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। জাতীয় সড়ক আটকে জনজীবন বিপন্ন করে এভাবে কর্মসূচি করা যায় না। এ নিয়ে সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞাও রয়েছে। এই যুক্তিতে আদালতে মামলা দায়ের করেন আবেদনকারী তথা আইনজীবী রমাপ্রসাদ সরকার। দ্রুত শুনানির আবেদনও করা হয়। তবে তা খারিজ করে দেয় হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযান কর্মসূচি পূর্ব নির্ধারিত ছিল। আগে থেকেই তা সফল করতে প্রস্তুত হয়েছিলেন গেরুয়া কর্মী, সমর্থকরা। এদিন সকাল থেকেই শহরে কর্মসূচি ঘিরে জমায়েত হন তাঁরা। যার জেরে প্রচুর যানজট তৈরি হয় কলকাতা ও সংলগ্ন জেলাগুলির সংযোগকারী রাস্তাগুলিতে। সাতসকালে কাজের জন্য বেরিয়ে আটকে পড়েন নিত্যযাত্রীরা। এমনকী রোগীদেরও ডাক্তার দেখাতে যাওয়ার পথ রুদ্ধ হয়ে যায়। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এদিন সকালেই হাই কোর্টে যান আইনজীবী রমাপ্রসাদ সরকার। তাঁর আবেদন, জাতীয় সড়ক আটকে জনজীবন বিপন্ন করে এভাবে কর্মসূচি করা যায় না, এনিয়ে সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞাও রয়েছে। তারপরেও কি ভাবে এই কর্মসূচি করতে পারে?
এনিয়ে হস্তক্ষেপ করুক আদালত, এই মর্মে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলা করেন আবেদনকারী। এদিনই দ্রুত শুনানির আবেদন জানান তিনি। তাতে আপত্তি করেন বিচারপতিরা। তাঁদের বক্তব্য, মামলা দায়ের করাই আবেদনকারীর কাজ। শুনানির সময় ঠিক করা নয়। তবে এই আবেদন বিবেচনা করা হবে বলেও আশ্বাস দিয়েছে হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।