নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (হি.স): ইরিত্রিয়ায় ভারতের নতুন রাষ্ট্রদূত হলেন প্রকাশ চাঁদ। বর্তমানে তিনি বালিতে কনসাল জেনারেল, ভারতের কনস্যুলেট জেনারেল পদের দায়িত্বভার সামলাচ্ছেন। ইরিত্রিয়া স্টেটে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন প্রকাশ চাঁদ। তিনি শীঘ্রই কার্যভার গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। এই তথ্য জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।
বিদেশমন্ত্রক মঙ্গলবার জানিয়েছেন, ইরিত্রিয়ায় ভারতের নতুন রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন প্রকাশ চাঁদ। বর্তমানে তিনি বালিতে কনসাল জেনারেল, ভারতের কনস্যুলেট জেনারেল পদের দায়িত্বভার সামলাচ্ছেন। খুব শীঘ্রই কার্যভার গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।