কলকাতা, ১৩ সেপ্টেম্বর (হি.স.) : গণতান্ত্রিক রাজনৈতিক একটা কর্মসূচিকে শেষ করে দেওয়ার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে মমতার পুলিশ। সাঁতরাগাছিতে স্টিলের ব্যরিকেড তাঁর উদ্বেগ ও ভীরুতার প্রতীক।”
আশঙ্কামতই মঙ্গলবার নবান্ন অভিযানে আসার পথে বিজেপির নেতা-কর্মীদের বাধা দিল পুলিশ। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ছবি ধরা পড়ে। এনিয়ে এবার এই ভাষাতেই রাজ্যের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ট্যুইটারে বিজেপি নেতা মমতা-সরকারকে হুঙ্কার দিয়ে লেখেন, “গণতন্ত্রের ঢেউয়ের সামনে কোনও দেওয়ালই টিকবে না। খুব শীঘ্রই তা হতে চলেছে।”
শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল আসবে সাঁতরাগাছি থেকে। তার আগে সকালেই গার্ড রেল দিয়ে ঘিরে দেওয়া হয় কোনা এক্সপ্রেসওয়ের একাংশ। গার্ড রেল ঝালাই করে রাস্তায় গর্ত খুঁড়ে বসিয়ে দেওয়া হয়। মজুত করা হয় ২টি জল কামান। প্রচুর পুলিশ।

