ন্যায্য মূলের দোকান পরিচালক সমিতির মোহনপুুর মহকুমা ভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত

আগরতলা, ১৩ সেপ্টেম্বর : ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতির মোহনপুর মহকুমা ভিত্তিক কমিটির দ্বিতীয় ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়৷ স্থানীয় ছেছুরিয়া সংসৃকতিক ভবনে অনুষ্ঠিত হয় এই সম্মেলন৷ মোহনপুর মহকুমা এলাকার রেশন ডিলাররা দ্বিতীয় ত্রিবার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে পূর্বের কমিটি ভেঙে নতুন কমিটি তৈরি কররা হয় এদিন৷ এই সম্মেলন মঞ্চে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক প্রদীপ চন্দ্র৷ তিনি ভাষণ রাখতে গিয়ে বলেন দীর্ঘ ২৫ বছরের বাম শাসনে রাজ্যের রেশন ডিলারা যদি কোন সমস্যার সম্মুখীন হতেন তাহলে সে সমস্যা নিরসনের জন্য টাকা হাতে কোন নেতার কাছে গিয়ে শরণাপন্ন হতে হত৷ কিন্তু সরকার পরিবর্তনের পর সেই ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে৷ পরিবর্তন হয়েছে আমলাতন্ত্রের৷ বর্তমানে রেশন ডিলাররা সরকারের বিভিন্ন সিদ্ধান্ত সম্মানের সঙ্গে সরকারের পাশে থেকে বাস্তবে করছেন৷ এদিনের সম্মেলন মঞ্চে সংগঠনের বিদায়ী সম্পাদক মোহনদাস সম্পাদকীয় প্রতিবেদন পেশ করতে গিয়ে সরকারের প্রতি কিছু দাবি উত্থাপন করেন৷ সেই দাবিগুলো হলো রেশন ডিলারদের সাম্মানিক ভাতা প্রদান করা, ডিলারদের জাতীয় স্বাস্থ্য বীমার আওতায় আনা, পূর্বের ন্যায় ভোক্তাদর মাথাপিছু এক কেজি করে চিনি প্রদান করা, ডিলারদের রেশনের জনসংখ্যার ভিত্তিতে রেশন শপ দেওয়া, ব্যাংক থেকে স্বল্প সুদে ডিলারদের ঋণ দেওয়ার জন্য প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করা সমেত মোট ১১ দফা দাবি উত্থাপন করা হয়৷ এদিন সম্মেলকে কেন্দ্র করে মোহনপুর মহকুমা এলাকায় কর্মরত সাংবাদিকদের সংবর্ধনা প্রদান করা হয়৷ এদিন সম্মেলনে পুরনো কমিটির ভেঙ্গে নতুন কমিটি তৈরি করা হয়৷ যাতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্বজিৎ গোপ, সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহন দাস এবং উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হিসেবে বিমল সাহা নির্বাচিত হয়েছেন৷ এ দিনের সম্মেলন মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিসিএ-র সহ সভাপতি জয়নাল দাস, মোহনপুর পুর পরিষদের চেয়ারপারসন অনিতা দেবনাথ, ভাইস চেয়ারম্যান শনর দেব সহ অন্যান্যরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *