বিজেপি দফতরের সামনে ধুন্ধুমার,পথ অবরোধ তুলতে পুলিশের লাঠি, মারমুখী বিজেপি কর্মীরাও

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (হি. স.) : নবান্ন অভিযানে আটক বিজেপি নেতা-কর্মীরা । প্রতিবাদে রাজ্য বিজেপির সদর দফতর ৬ নম্বর মুরলীধর সেন লেনের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা।

চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের সামনে এই বিক্ষোভ প্রদর্শন হয়। পথ অবরোধ তুলতে লাঠি চালায় পুলিশ।পুলিশের অভিযোগ, লাঠি, উইকেট প্রভৃতি অস্ত্র নিয়ে বিজেপি কর্মীরা দলীয় দফতরে জড়ো হয়েছিল। তারা চোরাগোপ্তা আক্রমণ হানতে শুরু করায় পুলিশ হস্তক্ষেপ করে। পথ অবরোধের চেষ্টা ভণ্ডুল করে। যদিও পুলিশের ওপর বিজেপি কর্মীদের আক্রমণের অভিযোগ অস্বীকার করে শুভেন্দু অধিকারী বলেন, “আমরা পুলিশের শত্রু নই। যাতে ওরা ডিএ, রেশন, পোষাক-ভাতা ফিরে পান, আমরা ক্ষমতায় এলে তা দেখব।“