রঙিয়া (অসম), ১৩ সেপ্টেম্বর (হি.স.) : কামরূপ গ্রামীণ জেলার রঙিয়ায় আজ মঙ্গলবার বিপুল পরিমাণের গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ। গাঁজা কারবারের সঙ্গে জড়িত অভিযোগে এক হোটেলের স্বত্বাধিকারীকে গ্ৰেফতার করা হয়েছে।
রঙিয়া থানার ওসি জানান, এখানকার একাংশ হোটেলে চা ও ভাতের পাশাপাশি নিষিদ্ধ গাঁজার ব্যবসা চলে। আজ পুলিশের অভিযানে এই তথ্য বেরিয়ে এসেছে। তিনি জানান, গোপন খবরের ভিত্তিতে রঙিয়া শহরের হাইওয়ে চকের ফাতেমা হোটেলে অভিযান চালিয়ে প্ৰায় ১ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। এর সঙ্গে গ্ৰেফতার করা হয়েছে রঙিয়া শহরের মুরারার এলাকার বাসিন্দা আসান আলিকে।
ওসি জানান, গোপন সূত্ৰের ভিত্তিতে টাউন সাব-ইনস্পেক্টর সমরজ্যোতি ডেকার নেতৃত্বে ফাতেমা হোটেলে অভিযান চালিয়েছিল পুলিশ। হোটেলে ভাত বিক্ৰির পরিবৰ্তে গাঁজা বিক্রি করার সময় হাতেনাতে আটক করা হয়েছে মাদক কারবারি তথা হোটেলের স্বত্বাধিকারী আসান আলিকে।

