ত্রিপুরায় স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে সরকার নিরম্ভর প্রয়াস জারি রেখেছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর (হি. স.) : ত্রিপুরায় স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে সরকার নিরন্তর প্রয়াস জারি রেখেছে। ত্রিপুরার প্রত্যেকটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে ক্রমান্বয়ে হেলথ এন্ড ওয়েলনেস সেন্টারে রূপান্তরের কাজ চলছে। আজ মঙ্গলবার ঊনকোটি জেলায় কুমারঘাট মহকুমায় ফটিকরায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নবনির্মিত পাকা ভবনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা একথা বলেন।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো উন্নয়নে সরকার কাজ করছে। হাসপাতালকে মন্দিরের ভাবনায় দেখে তার পরিচ্ছন্নতার দিকে সর্বসাধারণকে নজর দিতে হবে। ভাল পরিষেবার জন্য ডাক্তার ও রোগীর মধ্যে ভাল সম্পর্ক তৈরী হওয়া জরুরী।

তিনি বলেন, রোগী কল্যাণ সমিতিকেও আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। এখন ত্রিপুরায় স্বাস্থ্য পরিষেবার অনেক উন্নতি হয়েছে। ত্রিপুরায় হার্ট, নিউরো থেকে ক্যান্সারের সার্জারিও হচ্ছে। এইমসে’র ধাঁচে এই ত্রিপুরায়ও হাসপাতাল গড়ার চেষ্টা চলছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুধাংশু দাস স্বাস্থ্য পরিষেবা সহ রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজে সবার সহযোগিতার আহ্বান জানান।নবনির্মিত ১০ শয্যা বিশিষ্ট ফটিকরায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটির ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৪ কোটি ৫৮ লক্ষ টাকা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জগন্নাথপুর চা বাগিচার পাঁচজন ভূমিহীন বাগিচা শ্রমিকের হাতে মুখ্যমন্ত্রী চা শ্রমিক উন্নয়ন প্রকল্পে জমির পাট্টার কাগজ তুলে দেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী নবনির্মিত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *