গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (হি.স.) : আগামী ৭ এবং ৮ অক্টোবর অসম সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগতপ্রকাশ নাড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্ৰী অমিত শাহ।
৭ অক্টোবর গুয়াহাটি এসে অসম প্রদেশ বিজেপির নেতাদের সঙ্গে গুরুত্বপুৰ্ণ সাংগঠনিক বৈঠকে বসবেন জেপি নাড্ডা। এর পরের দিন ৮ অক্টোবর কেন্দ্ৰীয় স্বরাষ্ট্রমন্ত্ৰী অমিত শাহ অসমে সরকারি সফরে আসবেন। এদিন তিনি কয়েকটি সরকারি কার্যসূচিতে অংশগ্ৰহণ করবেন বলে জানা গেছে।
এছাড়া ওইদিন অমিত শাহ বিজেপির নতুন কাৰ্যালয় উদ্বোধন করে খানাপাড়ায় এক দলীয় সমাবেশে অংশগ্ৰহণ করার কথা। জানা গেছে প্রদেশ বিজেপির এক সূত্রে।