আগরতলা, ১৩ সেপ্টেম্বর : সাত সকালেই খোয়াই নতুন বাসস্ট্যান্ড থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ এই মৃত্যুর ঘটনার পেছনে রহস্য আত্মগোপন করে থাকতে পারে বলে অনেকে আশঙ্কা ব্যক্ত করেছেন৷ এক ব্যক্তির রহস্য মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে৷ ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার সকালে মহারাজগঞ্জ বাজারস্থিত লালমাটি এলাকায় নবনির্মিত নতুন বাসস্ট্যান্ডের বারান্দায় এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা৷ খবর পেয়ে খোয়াই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খোয়াই জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম হরেন্দ্র বর্মন(৫০)৷ তাঁর বাড়ি খোয়াই বনকর এলাকায়৷ জানা যায়, মঙ্গলবার সকালে খোয়াই লালমাটি এলাকার লোকজন প্রাতঃভ্রমনে বেরিয়েছেন৷ খোয়াই মহারাজগঞ্জ বাজারস্থিত নবনির্মিত বাসস্ট্যান্ডের বারান্দায় মৃতদেহটি পড়ে থাকতে দেখতে পান প্রাতঃভ্রমণকারীরা৷ সাথে সাথেই খোয়াই থানায় খবর দেন এলাকাবাসী৷ খবর পেয়ে তরিঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় খোয়াই থানার পুলিশ৷ ওই ব্যক্তির মৃতদেহ সনাক্ত করে পুলিশ৷ বনকর এলকর বাসিন্দা হরেন্দ্র বর্মন৷ মৃতদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য খোয়াই হাসপাতালের মর্গে নিয়ে আসে৷ ময়না তদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হবে মৃতার পরিবারের হাতে৷ খোয়াই থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ৷
অন্যদিকে এলাকাবাসী সূত্রে খবর, মৃত হরেন্দ্র বর্মন পেশায় একজন শ্রমিক৷ দীর্ঘদিন শারিরীক অসুস্থতায় ভোগছিল হরেন্দ্র বর্মন৷ পাশাপাশি প্রায় সময়ই আকন্ঠ মদ্যপান করেত৷ ফলে অধিকাংশ দিনই বাড়ির বাইরে রাত্রি যাপন করত৷ পুলিশে প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুজনিত একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এর পেছনে অন্য কোন রহস্য আত্মগোপন করে রয়েছে কিনা তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরেই জানা যাবে বলে পুলিশ জানিয়েছে৷