নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর : ফের আগুনে পুড়িয়ে এক গৃহবধূকে হত্যা করার অভিযোগ শ্বশুর বাড়ীর বিরুদ্ধে৷ ঘটনা অরুন্ধতীনগর এলাকায়৷ গৃহবধূর মৃত্যুর খবরে শোকাগ্রস্থ পরিবার হাসপাতাল চত্তরে কান্নায় ভেঙ্গে পড়ে৷ এদিকে স্বামী পিন্টু সুত্রধরকে হাসপাতালেই উত্তম মধ্যম দেয় গৃহবধূর বাপের বাড়ীর লোকেরা৷ মৃত গৃহবধুর নাম চাম্পা দাস(২৮)৷
মৃতার বাপের বাড়ির বক্তব্য অনুসারে, প্রায়শই স্বামী ও শশুর মিলে ওই গৃহবধূকে মারধর করত৷ প্রায় সপ্তাহ খানেক আগে স্বামী পিন্টু সুত্রধর চাম্পা দাসের শরীরে এসিড ঠেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ মৃতার বাপের বাড়ীর সদস্যদের৷ পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়৷ আশঙ্কাজনক অবস্থায় প্রায় ৭-৮ দিন ধরে আগরতলার জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার মৃত্যুর কোলে ঢলে পড়ে গৃহবধূ চাম্পা দাস৷
এদিকে মৃতার শাশুড়ি কোনও কিছুই জানেন না বলে পুরো ঘটনাটি চেপে গেছেন৷ উনার দাবি, ঘটনার সময় তিনি অন্য ঘরে ছিলেন৷ তাই কিভাবে ঘটনাটি ঘটেছে তিনি কিছুই জানেন না৷ স্বামী পিন্টু সুত্রধরের দাবি গৃহবধূ নিজেই নিজের গায়ে আগুন দিয়েছেন৷ কিন্তু মৃতার মা জানিয়েছেন মৃত্যুর আগে গৃহবধূ বলেছে যে তার স্বামী তার গায়ের এসিড ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে৷ স্বামী পিন্টু সুত্রধর ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করেছেন মৃতার বাপের বাড়ীর সদস্যরা৷ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন তারা৷