নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর : বিদ্যুৎ পরিষেবা প্রদানের ক্ষেত্রে ফিডকো চরম ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছে৷ জনগণের কাছ থেকে নিয়মিত মাশুল আদায় করলেও পরিষেবা প্রদানের ক্ষেত্রে তারা চরম ব্যর্থতার নজির স্থাপন করেছে৷ এসব বিষয় নিয়ে মোহনপুরের ফটিকছড়া সহ বিস্তীর্ণ এলাকায় তীব্র ক্ষোভ সঞ্চার হয়েছে৷ বঞ্চিত জনতা কিছুদিন পরপরই পথ অবরোধ করে প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করে চলেছেন৷
বিগত চারদিন বিদ্যুৎহীন অবস্থায় অন্ধকারে থাকার পর একপ্রকার বাধ্য হয়েই ফটিকছড়া এলাকায় আগরতলা খোয়াই জাতীয় সড়ক অবরোধ করলো এলাকাবাসী৷ অভিযোগ ৪ দিন যাবত এই এলাকায় বিদ্যুৎ পরিষেবা নেই৷ মুখ থুবরে পড়েছে পরিষেবা৷ ফিডকো অফিসে অভিযোগ জানিয়েও কোন লাভ হয়নি বলে অভিযোগ করেন স্থানীয়রা৷ দীর্ঘক্ষণ অবরোধ চলার পরে পুলিশ এসে অবরোধ মুক্ত করে ৷ রাজ্যের বিদ্যুৎ পরিষেবার জন্য যে সমস্ত অঞ্চলে ফিডকোকে দায়িত্ব দেওয়া হয়েছে সমস্ত জায়গাতেই এলাকার বিদ্যুৎ ভোক্তাদের সমস্যা লেগেই রয়েছে৷ চার দিন আগে ফটিকছড়া এলাকায় একটি ট্রান্সফর্মার বিকল হয়ে পড়ে৷ স্থানীয়রা ফিডকো অফিসে গিয়ে অভিযোগ জানিয়ে আসেন৷ কিন্তু চারদিন অতিবাহিত হতে চললেও কর্তৃপক্ষ এই এলাকায় বিদ্যুৎ পরিষেবা শুরু করার জন্য কোন ধরনের উদ্যোগ নেননি বলে অভিযোগ করেন এলাকাবাসী৷
এই অবস্থায় এলাকায় বেহাল বিদ্যুৎ পরিষেবা হাল ফেরাতে আগরতলা খোয়াই জাতীয় সড়ক অবরোধ করে বসে স্থানীয় জনতা৷ অবরোধস্থলে আসেন লেফুঙ্গা থানার পুলিশ৷ পুলিশের সাথে দীর্ঘ আলোচনার পর এলাকায় বিদ্যুৎ পরিষেবা অতিসত্বর চালু হওয়ার আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করে নেয় এলাকাবাসী৷