Deputation:পশ্চিম থানায় ডেপুটেশন সিপিএম অভয়নগর অঞ্চল কমিটির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর : অভয়নগর এলাকায় হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সোমবার পশ্চিম আগরতলা থানায় ডেপুটেশন প্রদান করে সিপিআইএম অভয়নগর অঞ্চল কমিটি৷ থানা কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন প্রদানকালে দলীয় নেতৃবৃন্দ অভিযোগ করেছেন দলীয় নেতা কর্মী সমর্থকদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানির চক্রান্ত করা হচ্ছে৷  বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলের মনোবল ভেঙ্গে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের চক্রান্ত করা হচ্ছে বলেও তারা অভিযোগ করেন৷ কোন ধরনের দমন পীড়ন নীতির কাছে বামপন্থীরা মাথা নত করবে না বলেও তারা স্পষ্ট বার্তা দিয়েছেন৷ 

অবিলম্বে রাজনৈতিক সন্ত্রাস বন্ধ করা না হলে তারা প্রতিরোধ গড়ে তোলা সহ বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলতে বদ্ধপরিকর বলেও অভিমত ব্যক্ত করেছেন৷ রাজ্যের বিভিন্ন স্থানে যেভাবে সন্ত্রাসী কার্যকলাপ শুরু হয়েছে তার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে বলা হয়েছে শাসক দল পায়ের তলার মাটি হারিয়ে এ ধরনের সন্ত্রাসের মধ্য দিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার চেষ্টা চালাচ্ছে৷ তাদের এই প্রয়াস কোনভাবেই সফল হবে না বলেও তারা উল্লেখ করেন৷ রাজ্যের জনগণ তাদেরকে যোগ্য জবাব দিতে প্রস্তুত হচ্ছেন বলেও নেতৃবৃন্দ অভিমত ব্যক্ত করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *