কলকাতা, ১২ সেপ্টেম্বর (হি. স.): আয় বহির্ভূত সম্পত্তি মামলায় ব্যবসায়ী সুদীপ্ত রায় চৌধুরীর কসবার বাড়ি সিল করে দিল সিআইডি। সোমবার ওই বাড়ি তল্লাশি করতে যান আধিকারিকরা। কিন্তু সেই বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না বলে তাঁর বাড়ি সিল করে দেওয়া হয়েছে বলে খবর।
সোমবার আইপিএস অফিসার দেবাশিস ধর ও তাঁর ঘনিষ্ঠ সুদীপ্ত রায় চৌধুরীর বাড়িতে অভিয়ান চালায় সিআইডি। দেবাশিসের বিরুদ্ধে আয় বহির্ভুত সম্পত্তির অভিযোগ দায়ের হয় ব্যারাকপুর কমিশনারেটে।
জানা গিয়েছে, দেবাশিস ধর ২০১০ সালের আইপিএস। এর আগে বিধাননগর কমিশনারেটে তিনি অ্যাডিশন্যাল সিপি হিসাবে কর্মরত ছিলেন। এর আগে কোচবিহারের পুলিশ সুপার পদে ছিলেন দেবশিস। সেই সময়েই নির্বাচনে শীতলখুচিতে গুলিকাণ্ড হয়৷ ঘটনায় চার জনের মৃত্যু হয়৷ সেই ঘটনার পর থেকেই কম্পালসারি ওয়েটিংয়ে রয়েছেন তিনি৷
এদিকে সুদীপ্ত রায় চৌধুরীর বাড়িতে সিআইডির অভিযান নিয়ে দেবাশিস ধর জানিয়েছেন, যা সমস্ত কিছু অফিসিয়ালি বলার তা আমি তদন্তকারী অফিসারদের বলেছি। অফিসিয়ালি যা যা ডকুমেন্ট দেওয়ার সবটাই দিয়েছেন।