ত্রিপুরায় রাজ্যসভা উপনির্বাচনে মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব

আগরতলা, ১২ সেপ্টেম্বর (হি. স.) : ত্রিপুরায় রাজ্যসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে আজ মনোনয়ন জমা দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন তিনি সকালে মনোনয়ন জমা দেওয়ার পূর্বে মা-র আশীর্বাদ নেন। তারপর তিনি সস্ত্রীক সৎসঙ্গ আশ্রমে যান। সেখানে তিনি গুরুদেবের কাছে প্রার্থনা করেন এবং কৃপা প্রার্থনা করেন। এরপর তিনি বিধানসভা সচিবালয়ে গিয়ে রাজ্যসভা উপনির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন।

এদিন মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় বিপ্লব কুমার দেবের সাথে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা, উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ, তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী, খাদ্য মন্ত্রী মনোজ কান্তি দেব, প্রাণী সম্পদ কল্যাণ মন্ত্রী ভগবান দাস, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা, সমবায় মন্ত্রী প্রেম কুমার রিয়াং, কেন্দ্রীয় প্রতি মন্ত্রী প্রতিমা ভৌমিক, পূর্ব ত্রিপুরা সাংসদ রেবতী ত্রিপুরা, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ বিজেপির অন্যান্য বিধায়ক এবং দলের বিভিন্ন পদাধিকারীগণ।

আজ মনোনয়ন পত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লব কুমার দেব শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং বিজেপি রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডাকে তাঁর প্রতি অগাধ আস্থা রাখার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় উপস্থিত সকলের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, বিজেপি আমার প্রতি বিশ্বাস রেখে হরিয়ানার প্রভারী সাথে রাজ্যসভা প্রার্থী মনোনীত করেছে। সেই বিশ্বাসের পূর্ণ মর্যাদা দেওয়া আমার প্রধান কর্তব্য।

তাঁর কথায়, রাজ্যসভার প্রার্থী করার পাশাপাশি আমাকে হরিয়ানার প্রভারীর দায়িত্ব দেওয়া হয়েছে। তাই, উভয় রাজ্যেই এখন আমি সাংগঠনিক কাজে সময় দেব। ১৫ দিন করে দুই রাজ্যে অবস্থান করব।

তাঁর দাবি, দল আমাকে যখনই যে দায়িত্ব দিয়েছে তা আমি নিষ্ঠার সঙ্গে পালন করেছি। মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে রাজ্যবাসীর উন্নয়নের লক্ষ্যে কাজ করেছি। বর্তমান মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা সেই কাজকে এখন এগিয়ে নিয়ে যাচ্ছেন।

তাঁর বিশ্বাস, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিন্তাধারা অন্তিম ব্যক্তি পর্যন্ত বর্তমান মুখ্যমন্ত্রী পৌঁছে দেবেন। সাথে তিনি যোগ করেন, দলের সর্বাঙ্গীন বিকাশের জন্য আমাকে যা যা করতে হবে সর্বস্ব দিয়ে সবটুকুই করব।

এদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, বিপ্লব কুমার দেবের কর্মক্ষমতা নিয়ে প্রশ্নচিহ্ন নেই। সমস্ত ক্ষেত্রে তাঁর দক্ষত ইতিমধ্যেই পরীক্ষিত। তিনি বলেন, ত্রিপুরা থেকে বিজেপির প্রভারী নিযুক্ত হওয়া নি:সন্দেহে বাড়তি পাওনা। বিপ্লব কুমার দেব প্রথম কার্যকর্তা হিসেবে সেই সুযোগ পেয়েছেন। পাশাপাশি তিনি রাজ্যসভার সাংসদ হচ্ছেন। তাঁর দাবি, বিপ্লব কুমার দেবকে ত্রিপুরা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এমন কথা রটিয়ে মানুষ ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন। এধরনের বিভ্রান্তিকর বিষয় থেকে বিরত থাকার জন্য আমি সকলের প্রতি অনুরোধ রাখছি, বলেন তিনি। সাথে তিনি যোগ করেন, ২০২৩ বিধানসভা নির্বাচনে বিজেপির জয় ১০০ শতাংশ নিশ্চিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *