ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর।। শহর সংলগ্ন নতুন নগরের পটুনগরে এক জমজমাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। চার দিনব্যাপী আয়োজিত এই টুর্নামেন্ট আজ ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে। পটুনগর পল্লী উন্নয়ন সংস্থা আয়োজিত এই প্রতিযোগিতায় মর্নিং ফুটবল রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল ম্যাচে মর্নিং ফুটবল জায়েন্টস-কে হারিয়ে। বিজিত মর্নিং ফুটবল জায়েন্টস পেয়েছে রানার্স খেতাব। পটুনগর স্কুল মাঠে আয়োজিত এই টুর্নামেন্ট ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে। খেলা শেষে এক বর্ণময় অনুষ্ঠানে বিজয়ীদের সুদৃশ্য ট্রফি এবং প্রত্যেক খেলোয়ারকে পদকে ভূষিত করা হয়েছে। উপস্থিত অতিথিদের মধ্যে প্রাক্তন ফুটবলার ও এডভোকেট স্বপন দেবনাথ, প্রাক্তন ফুটবলার কিরণ ছেত্রী, সুপ্রিয় দেবনাথ প্রমূখ বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার পেয়েছেন চ্যাম্পিয়ন দলের শংকর ঘোষ। চারদিনব্যাপী বেশ জমজমাট এই পটুনগর মর্নিং ফুটবল লিগ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক সংস্থার সম্পাদক শুভরঞ্জন সাহা এবং টুর্নামেন্ট কমিটির সায়ন দেবনাথ, কল্যাণ দেবনাথ ও প্রসেনজিৎ সাহা প্রমূখ সবকটি দলের খেলোয়াড়, সদস্য, স্পন্সরার সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
2022-09-11