কলকাতা, ১১ সেপ্টেম্বর (হি.স.): ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণে রাষ্ট্রীয় শোক পালন হচ্ছে ভারতে। রবিবার সারা দেশজুড়ে পালন করা হচ্ছে রাষ্ট্রীয় শোক। দেশের সব সরকারি দফতরে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। কলকাতায় রাজভবন, ভিক্টোরিয়া মেমোরিয়াল ও কলকাতা হাইকোর্টে এদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় ।
কলকাতার পাশাপাশি দিল্লি-সহ দেশের অন্যান্য রাজ্যেও সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। কোনও রকম সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান এদিন হয়নি। উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর ৯৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ।

