আমরা ক’জনা – ৩
ইউবিএসটি – ০
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর।। মাঠে গোল তিনটি, তবে কার্ড পাঁচটি। মোটকথা খুব সাদামাটা খেলা হয়েছে বলা চলে না। হাড্ডাহাড্ডি লড়াই, মাত্রাতিরিক্ত ফাউল, স্বাভাবিক অবস্থায় ম্যাচ চালাতে রেফারীকে পাঁচবার কার্ড বের করা, – সব কিছু মিলিয়েই তৃতীয় ডিভিশন ক্লাব লীগ ফুটবলে আজ আমরা ক’জনা জয়ী হয়েছে। হারিয়েছে ইউনাইটেড বিএসটিকে ৩-০ গোলের ব্যবধানে। এককথায় জয় দিয়ে লীগ সূচনা আমরা ক’জনা-র। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লিগ ফুটবল আসরের এটি পঞ্চম ম্যাচ। শনিবারে চতুর্থ ম্যাচ তথা উনাকান্ত কোচিং সেন্টার ও সাই স্যাগের খেলাটি অনিবার্য কারণে স্থগিত রেখেছে টিএফএ। আজকের খেলায় প্রথমার্ধে বিজয়ী দল এক- শূন্য গোলে এগিয়ে ছিল। অরুন্ধতীনগরে পুলিশ মাঠে খেলার ১৫ মিনিটের মাথায় খতেন্দ্র রিয়াং-এর গোলে আমরা ক’জনা এক-শূন্যতে লিড পায়। পরবর্তী সময়ে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলায় প্রথমার্ধে আর জালে বল জড়ায় নি। দ্বিতীয়ার্ধের ২৫ মিনিটে অনিমেষ দেববর্মা একটি গোল করে ব্যবধান বাড়িয়ে ২-০ করে নেয়। ইউনাইটেড বিএসটি পাল্টা আক্রমণে গোল পরিশোধের প্রয়াস জারি রাখলেও শেষ পর্যন্ত পেরে উঠেনি। উপরন্ত অন্তিম সময়ে অনিমেষ আরও একটি গোল করে দলের পক্ষে ৩-০ তে জয় নিশ্চিত করে নেয়। দুই অর্ধৈর খেলায় অসাদাচরণের দায়ে রেফারি দু’দলের পাঁচ জনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করাতে বাধ্য হন। ৩-০ গোলের ব্যবধানে জয়ী হওয়ার সুবাদে আমরা ক’জনা এই মুহূর্তে গ্রুপ বি-তে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে। দ্বিতীয় শীর্ষে রয়েছে সাঁই স্যাগ ৩-১ গোলের ব্যবধানে ভারতরত্ন সংঘ কে হারানোর মধ্য দিয়ে। আজ ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি পল্লব চক্রবর্তী, হরি শর্মা, তপন কুমার নাথ ও তাপসী পাল। দিনের খেলা: আনন্দ ভবন বনাম বিবেকানন্দ ক্লাব বেলা একটায় এবং ব্লাড মাউথ ক্লাব বনাম স্কাইলার্ক ক্লাব বিকেল তিনটায়, নরসিংগড়ে পঞ্চায়েত গ্রাউন্ডে।