কিষাণগঞ্জ, ১০ সেপ্টেম্বর ( হি.স.) : ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ-র তৎপরতায় এক অনুপ্রবেশকারীকে আটক এক ব্যক্তি।
সীমান্তে মোতায়েন বিএসএফ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ক্রমাগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই ধারাবাহিকতায়, চকগোপাল বিওপিতে নিযুক্ত ১৩৭ তম ব্যাটালিয়নের জওয়ানরা একটি গোপন সূত্রে অভিযুক্তকে আটক করে। গ্রেফতার হওয়া বাংলাদেশী নাগরিকের নাম মহম্মদ মান্নান (৩০), বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়ীর বাসিন্দা। ধৃতকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।