নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (হি.স.): অমৃত কালের এই সময়ে গবেষণা ও উদ্ভাবনের বৈশ্বিক কেন্দ্রে পরিণত করতে হবে ভারতকে। কেন্দ্র-রাজ্য বিজ্ঞান সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, দেশের রাজ্যগুলিকে অন্য রাজ্য থেকে সেরা অনুশীলনগুলি গ্রহণ করা উচিত। দেশে বিজ্ঞান-নেতৃত্বাধীন উন্নয়ন কর্মসূচির সময়োপযোগী ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার জন্য একটি পদক্ষেপ হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আহমেদাবাদের সায়েন্স সিটিতে আয়োজিত দু’দিনের কেন্দ্র-রাজ্য বিজ্ঞান সম্মেলনের উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, একবিংশ শতাব্দীর নতুন ভারতের বিকাশের জন্য, বিজ্ঞান সমস্ত ক্ষেত্র এবং সেক্টরের বৃদ্ধিকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিজ্ঞান হল সমাধান, বিবর্তন এবং উদ্ভাবনের ভীত। এই অনুপ্রেরণা নিয়েই আজকের নতুন ভারত, জয় জওয়ান, জয় কিষাণ, জয় বিজ্ঞানের পাশাপাশি জয় অনুসন্ধানের ডাকে এগিয়ে চলেছে।
প্রধানমন্ত্রী আরও বলেছেন, আমরা যখন আমাদের বিজ্ঞানীদের কৃতিত্ব উদযাপন করি, তখন বিজ্ঞান আমাদের সমাজ ও সংস্কৃতির অংশ হয়ে ওঠে। আমি সকলকে আমাদের বিজ্ঞানীদের অর্জন উদযাপন করার আহ্বান জানাই। প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, ২০১৪ সালের পর, বিজ্ঞান ও প্রযুক্তিতে বিনিয়োগ দ্রুত বৃদ্ধি পেয়েছে। ২০১৫ সালে ভারত ৮১ তম স্থানে ছিল। সরকারের প্রচেষ্টার কারণে বর্তমানে ভারত বৈশ্বিক উদ্ভাবন সূচকে ৪৬ তম স্থানে রয়েছে।