ডাবল উপহার, হরিয়ানায় প্রভারী, রাজ্যসভায় বিজেপি প্রার্থী, আরও বড় দায়িত্বে বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্টেম্বর : একই দিনে দুইটি উপহার পেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ সন্ধ্যা হতেই হরিয়ানার প্রভারীর দায়িত্ব পান তিনি৷ রাজ্যের সমস্ত অংশের বরিষ্ট বিজেপি নেতারা তাঁকে শুভেচ্ছায় ভাসিয়েছেন৷ রাত শেষ হওয়ার আগেই আরও একটি খবরে বিজেপি শিবিরে উন্মাদনা বাড়িয়ে দিয়েছে৷ ত্রিপুরায় একটিমাত্র রাজ্যসভার শূণ্য আসনে উপনির্বাচনে বিজেপি প্রার্থী ঘোষণা দিয়েছে৷ তাতেই চমক৷ বিপ্লব কুমার দেব বিজেপি প্রার্থী হিসাবে মনোনিত হয়েছেন৷ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা মুখ্য্যালয় প্রভারী অরুণ সিং রাজ্যসভা উপনির্বাচনে বিপ্লব কুমার দেবের নাম বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন৷ স্বাভাবিক ভাবেই অনেক বড় দায়িত্ব বিজেপি বিপ্লব দেবের ঘাড়ে তুলে দিয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

আজ সন্ধ্যায় বিপ্লব দেবকে হরিয়ানায় বিজেপির প্রভারী নিযুক্ত করা হয়েছে৷ এদিকে, ত্রিপুরায় বিজেপির প্রভারীও পরিবর্তন করা হয়েছে৷ নতুন প্রভারীর দায়িত্ব পেয়েছেন সাংসদ ড. মহেশ শর্মা৷
প্রসঙ্গত, আজ বিজেপি সারা দেশে বিভিন্ন রাজ্যে প্রভারী এবং সহ-প্রভারীর নতুন তালিকা প্রকাশ করেছে৷ দলের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক তথা মুখ্যালয় প্রভারী অরুণ সিং এক বার্তায় জানিয়েছেন, বিজেপি সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা রাজ্য প্রভারী এবং সহ প্রভারীদের নিযুক্তি দিয়েছেন৷

প্রভারী হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন বিহারে বিনোদ তাওড়ে, ছত্তিসগড়ে ওম মাথুর, দমন দিও এবং দাদরা নগর হাবেলীতে সাংসদ বিনোদ সোনকর, হরিয়ানায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, ঝাড়খন্ডে সাংসদ লক্ষ্মীকান্ত বাজপাই, কেরালাতে সাংসদ প্রকাশ জাবরেকর, লাক্ষাদ্বীপে সাংসদ ড় রাধা মোহন আগরবাল, মধ্য প্রদেশে পি. মুরলীধর রাও, পাঞ্জাব ও চণ্ডীগড়ে বিধায়ক বিজয়ভাই রূপানী, তেলেঙ্গানায় তরুণ সিং, রাজস্থানে সাংসদ অরুণ সিং, ত্রিপুরায় সাংসদ ড. মহেশ শর্মা এবং পশ্চিমবঙ্গে এমএলসি মঙ্গল পান্ডে৷

সহ প্রভারী হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন বিহারে সাংসদ হরিশ দ্বিবেদী, ছত্তিসগড়ে বিধায়ক নিতিন নবীন, কেরালাতে সাংসদ ড় রাধা মোহন আগরবাল, মধ্যপ্রদেশে পঙ্কজা মুন্ডা ও সাংসদ ড. রাম শংকর কাঠেরিয়া, পাঞ্জাবে ড. নারিন্দার সিং রায়না, তেলেঙ্গানায় অরবিন্দ মেনন, রাজস্থানে বিজয়া রাহাতকর এবং পশ্চিমবঙ্গে অমিত মালবিয়া ও আশা লকরা৷

এদিকে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির কো-অর্ডিনটর ড. সম্বিত পাত্রা এবং যুগ্ম কো-অর্ডিনটর নিযুক্ত হয়েছেন ঋতুরাজ সিং৷ আজকের এই সিদ্ধান্তে সবচেয়ে বড় চমক ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে জাতীয় স্তরের দায়িত্বে উন্নীত করা হয়েছে৷ তিনি ত্রিপুরায় প্রদেশ বিজেপির সভাপতির দায়িত্ব সামলেছেন৷ তাঁর নেতৃত্বে ২০১৮ সালের নির্বাচনে ত্রিপুরায় বিজেপি বিরাট জয় হাসিল করে ক্ষমতার পরিবর্তন করতে পেরেছে৷ এরপর তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর দায়িত্বও সামলেছেন৷ সম্প্রীতি তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ দেন এবং তখনই জানিয়েছিলেন, সংগঠনের কাজে তাঁকে অধিক সময় দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে দল৷ আজকের এই ঘোষণায় আবারও তা স্পষ্ট হয়ে গেছে৷ সাথে সাংসদ পদে মনোনিত হওয়ায় দলের তাঁর অপার গুরুত্ব আবারও প্রমাণিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *