নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্টেম্বর : পারিবারিক কলহের জেরে অ্যাসিড পান করে আত্মহত্যা ষাটোর্ধ বৃদ্ধার৷ মৃত বৃদ্ধার নাম মঞ্জুবালা দেববর্মা(৬০)৷ ঘটনা খোয়াই থানার অন্তর্গত পূর্ব গণকি গ্রাম পঞ্চায়েতের জামটিলা এলাকায়৷ মৃত মঞ্জুবালা দেববর্মা দীর্ঘদিন যাবত শারীরিক অসুস্থতায় ভোগছিল৷ বৃদ্ধা মহিলার শারীরিক অসুস্থতা নিয়ে পরিবারের মধ্যে প্রতিনিয়ত ছেলের সাথে বিবাদ লেগেই থাকত৷
সকালে বাড়ির লোকজন সাবাই যে যার কাজে বেড়িয়ে যায়৷ পরিবারের সদস্যদের অনুপস্থিত একপ্রকার নির্জনতার সুযোগে বৃদ্ধা মঞ্জুবালা দেববর্মা রাবারের অ্যাসিড পান করে আত্মহত্যার চেষ্টা করেন৷ ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার দুপুরের বেলা মঞ্জুবালার ছেলে রেগার কাজ শেরে বাড়িতে ফিরে দেখতে মঞ্জুবালা বাড়ির একপাশে পড়ে রয়েছেন৷ ছেলেকে দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে৷ আমাকে বাঁচা আমি রাবারের অ্যাসিড পান করে ফেলেছি৷ সাথে সাথেই মঞ্জুবালার ছেলে খোয়াই অগ্ণি নির্বাপক দপ্তরে খবর দেয়৷
অগ্নিনির্বাপক দপ্তেরর কর্মী ঘটনাস্থলে ছুটে গিয়ে মঞ্জুবালাকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে৷ পরবর্তী সময় চিকিৎসাধীন অবস্থায় রাতে খোয়াই হাসপাতালেই মৃত্যুর কোলে ঢলে পড়ে মঞ্জুবালা দেববর্মা৷ শনিবার ময়না তদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হয় মৃতার পরিবারের হাতে৷ অভিযোগ, ছেলের সঙ্গে নিয়মিত অশান্তি লেগে থাকত তাঁর৷ তবে কি ঘটনা ঘটেছিল, যে মৃত্যুর প্রাক্কালে ্যসিড পান করে মৃত্যুবরণ করতে হল বৃদ্ধা মঞ্জুবালা দেববর্মাকে৷ নাকি পারিবারিক কলহের জের! না অন্য রহস্য? পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

