রাজস্থানের বারমের-এ ট্রাক ও গাড়ির সংঘর্ষে মৃত ৪ পুণ্যার্থী, সকলেই গুজরাটের বাসিন্দা

বারমের, ১০ সেপ্টেম্বর (হি.স.): রাজস্থানের বারমের জেলায় যাত্রীবোঝাই গাড়ি ও ট্রাকের সংঘর্ষে প্রাণ হারালেন ৪ জন পুণ্যার্থী। মৃত ৪ জনের মধ্যে ৩ জনই মহিলা। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে গুদমালানি থানার অন্তর্গত সিন্ধারি-সঞ্চর হাইওয়ের ওপর। মৃতদের বাড়ি গুজরাটে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ মহিলা ও একজন পুরুষের।

পুলিশ সূত্রের খবর, গুজরাটের বাসিন্দা ৪ জন জয়সলমেরের রামদেবরা মন্দির দর্শন করে ফিরছিলেন। গুদমালানি থানার অন্তর্গত সিন্ধারি-সঞ্চর হাইওয়ের ওপর তাঁদের গাড়ির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই দুর্ঘটনার জেরে হাইওয়েতে দীর্ঘ সময় যানবাহন চলাচল বিঘ্নিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *